Header Ads

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন , অন্যান্য চাকরি ও ভর্র্তির জন্য বঙ্গুবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য (For BCS, Bank, NTRCA, other jobs and admission test, most important information is about Bangbandu Satellite-1

Satellite-1-geniusmanik.com

বঙ্গুবন্ধু স্যাটেলাইট- মহাকাশে ১১ মে সফল ভাবে উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ ৫৭ তম দেশ হিসেবে বিশ্ব স্যাটেলাইট ক্লাবে গৌরবময় সূচনা হয় আর এই বঙ্গুবন্ধু স্যাটেলাইট- সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্র্ণ তথ্য যা জ্ঞান অন্বেষণকারী বা  সকল শিক্ষার্থীদের্ জ্ঞানের রাজ্যকে প্রসারিত করবে

১. জাতির ইতিহাসে আকাশে উজ্জ্বল তারার নাম: বঙ্গুবন্ধু স্যাটেলাইট-
২. স্যাটেলাইটের ধরন: ভূ-স্থির যোগাযোগ সম্প্রচার স্যাটেলাইট
৩. স্যাটেলাইট বিশ্বে বাংলাদেশ: ৫৭ তম
৪. স্যাটেলাইটের ওজন: ৩৬০০কেজি বা . মেট্রিক টন
৫. সক্ষমতা: ১৬০০ মেগাহার্জ, তবে ব্যবহার করা যাবে ১৪০০ মেগাহার্জ।
৬. উৎক্ষেপণের তারিখ: ১১মে ২০১৮
৭. আয়ুষ্কাল বা মহাকাশে অবস্থান করবে: পনের (১৫) বছর ডিজাইন আয়ুষ্কাল ১৮ বছর
৮. উৎক্ষেপণের স্থান: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের ৩৯এ লঞ্চিৎ স্টেশন
৯. উৎক্ষেপণ করে: যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান স্পেস এক্স(spaceX)
১০. মূল নির্র্মাতা প্রতিষ্ঠান: ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস
১১. কক্ষপথে বহনকারী যান: ফ্যালকন
১২. মহাকাশে অবস্থান: ইন্দোনেশিয়ার পূর্বেপ্রান্তে যা ১১৯ দশমিক ডিগ্রি  পূর্বেদ্রাঘিমায় অবস্থিত
১৩. ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় অবস্থান: ৩৫ হাজার ৮০০ কিলোমিটার
১৪. গ্রাউন্ড স্টেশন: গাজীপুরের তালিবাবাদ ও রাঙামাটির বেতবুনিয়া (দেশে মোট দুটি স্টেশন)
১৫. দেশের বাইরে গ্রাউন্ড স্টেশন: ইন্দোনেশিয়া ও ফিলিপাইন (দেশের বাইরে মোট দুটি স্টেশন)
১৬. নিয়ন্ত্রক কেন্দ্র: প্রধান কেন্দ্র গাজীপুর তালিবাবাদ আর বিকল্প কেন্দ্র রাঙামাটির বেতবুনিয়া
১৭. পরিচালনায়: ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস
১৮. দেশে পরিচালনার দ্বায়িত্ব: বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL)।
১৯. BCSCL যাত্রা শুরু হয়: ১০ আগস্ট ২০১৭
২০. BCSCL পদাধিকার প্রধান: টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
২১. মোট ট্রান্সপন্ডার: ৪০ টি, যার ১৪ টি সি ব্যান্ডের (C-band) এবং ২৬ টি কে-ইউ ব্যান্ডের (Ku-band)
২২. সি ব্যান্ডের (C-band) এর বিস্তৃতি: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, পাকিস্তান, তাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, তুকর্র্মেনিস্তান এবং কাজাকিস্তান একটি অংশ পযর্ন্ত বিস্তৃত থাকবে।
২৩. কে-ইউ ব্যান্ডের (Ku-band) এর বিস্তৃতি: বাংলাদেশসহ বঙ্গোপসাগর, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন পযর্ন্ত বিস্তৃত থাকবে।
২৪. বাংলাদেশ ব্যবহার করবে: ২০ টি আর  ভাড়া দেওয়া হবে: বাকী ২০ টি
২৫. ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে আয় হবে: প্রতি বছর ৫০০ কোটি টাকা
২৬. মোট খরচ: হাজার ৭৬৫ কোটি টাকা
২৭. এইচএসবিসি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়: হাজার ৩৫৮ কোটি টাকা
২৮. গাজীপুর ভূ-উপগ্রহ কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে আসে: ২১ মে ২০১৮।
২৯. IOT টেস্ট করা হয়: যুক্তরাষ্ট্র, ইটালি ও দক্ষিণ কোরিয়ার তিনটি ভূ-উপগ্রহ উপকেন্দ্র থেকে।

বঙ্গুবন্ধু স্যাটেলাইট- সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল যে লঞ্চ থেকে বঙ্গুবন্ধু স্যাটেলাইট- উৎক্ষেপণ করা হয়, সেই ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকেই ১৯৬৯ সালে অ্যাপেলো ১১ মহাকাশ যানটি দ্বারা প্রথম মানুষকে চাদে পাঠানো হয়।



Please share this………..

No comments