Header Ads

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation


38th BCS Viva Experience for BCS Viva Preparation

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য ৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা/38th BCS Viva Experience for BCS Viva Preparation


এক্স ১ঃ ডিসির ওয়েবসাইট কখনো ভিজিট করেছো??

--সরি স্যার। সত্যি বলতে ডিসির ওয়েবসাইট কিনা জানি না তবে আমার জেলার ওয়েবসাইট ভিজিট করেছি।।


এক্স ১ঃ আরে বোকা ছেলে ওটাই তো ডিসির ওয়েবসাইট (বলেই স্যার হেসে দিলেন) ওয়েবসাইটে কার কার ছবি দেখেছি জিজ্ঞেস করলেন।
--
বললাম।


এক্স১ঃ আচ্ছা তুমি কি AQI এর নাম শুনেছো?
--
জ্বী স্যার। Air Quality Index


এক্স ১ঃ হুম। সম্পর্কে তুমি কী জানো বুঝিয়ে দাও আমাদেরকে।।
--
বুঝিয়ে দিলাম।


এক্স ১ঃ সম্প্রতি দিল্লি বিষয়টা আলোচিত হচ্ছে।। ঢাকার অবস্থান কী??
--
বললাম


এক্স১ঃ দু একদিন আগে একটা দিবস গেছে, কী দিবস??
--
আমার ভাইভা ছিল নভেম্বর, সেই হিসেবে নভেম্বর সংবিধান দিবস বললাম। স্যার নিলেন না। তারপর নভেম্বর জেল হত্যার কথা বললাম, স্যার বলল এটা না। তারপর বললাম স্যার নভেম্বর যুব দিবস। স্যার এইবার উত্তর নিলেন।


এক্স১ঃ এবারে যুব দিবসের স্লোগান কী??
--
বঙ্গবন্ধু কে নিয়ে সুন্দর একটা স্লোগান হয়েছে কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সরি স্যার


এক্স২ঃ (ইংলিশে একটা স্লোগান বললেন) এটার তাৎপর্য কী এবং উৎপত্তির কারন??
--
বললাম


এক্স২ঃ কখনো এই স্লোগান শুনেছি পড়েছি কিনা জিজ্ঞেস করলেন??
--
না স্যার ( এটা শুনে মুচকি হেসে দিলেন)

চেয়ারম্যান স্যার গম্ভীরমুখে এত সময় আমাকে লক্ষ্য করছিলেন।। তাছাড়া বাইরে তার পিএ - থেকে জেনেছি আজকে মেজাজ খারাপ আছে।। এবার প্রশ্ন শুরু করলেন।


চেঃ বাংলাদেশে বহুল ব্যবহৃত একটা নাম্বার আছে যেটার সাথে নেলসন ম্যান্ডেলার সম্পর্ক রয়েছে। নাম্বার টা কী?
-- (
মাথার উপর দিয়ে গেলো) ৩৩৩ অথবা ৯৯৯ (আমার উত্তর নিয়ে সন্দেহ আছে)


চেঃ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে পড়েছ??
--
স্যার পড়া হয়নি। তবে উনার Autobiography A long walk to freedom নিয়ে সিনেমা হয়েছে সেটা দেখেছি।


চেঃ তোমার চয়েজ বলো??
--
বললাম


এক্স ১ঃ তুমি ইউএনও হলে কী করবে?? প্রচলিত উত্তর বলবে না।।
--
কয়েকটা বললাম নিজের মত।


এক্স১ঃ ডিসি অফিসে কখনো গিয়েছো??
--
না স্যার।

এরপর আমাকে আসতে বলা হলো। কাগজপত্র নিয়ে প্রায় দরজার কাছে এসেছি। চেয়ারম্যান স্যারের ডাকলেন
--
এই ছেলে তোমার সাবজেক্ট কী??
-- (
কাছে এসে উত্তর করলাম) স্যার ফিজিক্স


চেঃ জাপানের হিরোশিমা নাগাসাকিতে কী বোমা ফেলা হয়েছিল??
--
বললাম


চেঃ এই বোমা বানাতে কী ফিজিক্স ব্যবহৃত হয়েছে বুঝাও?
--
বুঝালাম


চেঃ রাদারফোর্ড কে চিনো?
--
জ্বী স্যার। উনি মেইনলি এটম মডেল দিয়েছেন।


চেঃ মডেলটি বলো এবং খাতায় এঁকে বুঝিয়ে দাও
--
দিলাম ( এতক্ষন আমি দাঁড়িয়ে উত্তর করছিলাম এবং দাঁড়িয়েই মডেলটি আঁকার চেষ্টা করছিলাম। এটা দেখে স্যার আমাকে বসতে বললেন)


চেঃ আচ্ছা, তাহলে ইলেকট্রন গুলো কেন্দ্রে পতিত হতে কত সময় লাগবে??
--(
হেসে দিয়ে) সরি স্যার। এইটা তো আমি জানি না। চেয়ারম্যান স্যারও হেসে দিলেন এবং আমাকে আসতে বললেন।

 

এছাড়াও ছোট ছোট আরও প্রশ্ন ছিলো।
বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিলো এবং আমার মনে হয়েছে কিছু সময় স্যারদের সাথে গল্প করলাম।

 

এক্স২ কেন আমাকে আর প্রশ্নই করলেন না বুঝতে পারলাম না।
প্রথম চাকরির আবেদন ছিলো।।।

 

অভিজ্ঞতা শেয়ারকারীঃ

মোঃ সবুর হোসেন
সাধারণ শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রমঃ ৯ম


Please share this post………….

 

 

No comments