Header Ads

বিসিএস পরিক্ষার জন্য কখন ও কিভাবে পড়া শুরু করবেন??/When and how to start studying for BCS exam ??

When and how to start studying for BCS exam ??

বিসিএস পরিক্ষার জন্য কখন ও কিভাবে পড়া শুরু করবেন??/When and how to start studying for BCS exam ??

 

আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ, যা  একান্ত ব্যাক্তিগত মতামত

❓❓❓১. কখন বিসিএস পড়া শুরু করবেন??

৪র্থ বর্ষ থেকে শুরু করা উচিত, অবশ্যই গ্রেজুয়েশন ভাল ভাবে শেষ করতে হবে।

প্রথমে ম্যাথ/ইংলিশ দিয়ে শুরু করুন, আর কিছু লাগবে না।

❓❓❓. স্কলারশিপ/বিসিএস /ব্যাংক অনেক কনফিউশান তাই না??

জাস্ট ইংলিশ ভোকাবুলারি + ম্যাথ করুন, সব জায়গায় কাজে লাগবে। তবে যত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবেন তত আপনার জন্য মঙ্গল।

❓❓❓. ন্যাশনাল/প্রাইভেটে পড়ে, চিন্তা হয় হবে কিনা?

চোখ বুঝে পড়া শুরু করেন এবং নিজের উপর বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ হবে। শুধু হবে না ভাল কিছু হবে।

❓❓❓. হাতের লেখা খারাপ, নিজের লেখা নিজেই বুঝেন না

সমস্যা নাই, একটু বুঝার মত লেখুন আর স্পিড বাড়ান। রিটেনে উত্তর করে আশাটাই ফ্যাক্ট।

❓❓❓. ইংরেজি বেসিক খুব দূর্বল, ক্যাডার হবেন কিনা??

গ্রামার রিটেনে অনেক কম আসে, এখানে ট্রান্সলেশন মেইন ফ্যাক্ট। সময় থাকলে ভোকাবুলারি পড়েন। যাদের বেসিক খুবই দূর্বল, তাদের প্রিলির জন্য কি কি টপিক পড়তে হবে, তা ইংরেজি সাজেশনে দিব ইনশাআল্লাহ।

❓❓❓. কোচিং করবেন কি না??

একান্ত নিজের ইচ্ছা, কিন্তু বেশি বেশি পরিক্ষা দেওয়া জরুরী।

❓❓❓৭৷ প্রিলি, রিটেন কি একসাথে প্রিপারেশন নেওয়া উচিত কি না?

প্রিলি, রিটেন একসাথে নেওয়া উচিত, আবার উচিতও না।

একসাথে নিলে অতিরিক্ত প্রশার মনে হবে, আপনি যে কাজটি করতে পারেন, তা হল ইংলিশ ভোকাবুলারি পড়তে পারেন, ট্রান্সলেশন খুবিই গুরুত্বপূর্ণ রিটেনে, বাংলাদেশের জন্য সংবিধান আর ম্যাথ ভালো ভাবে করতে পারেন।

মনে রাখবেন আপনার ক্যারিয়ার নিয়ে আপনার থেকে আপনার পরিবার বেশি চিন্তা করে, নিজের উপর বিশ্বাস রেখে পড়ুন, ইনশাআল্লাহ সফলতা আসবে, আর অবশ্যই মা,বাবার সেবা করবেন।

ধন্যবাদ সবাইকে

মোঃ মনিরুজ্জামান

উপজেলা মৎস্য কর্মকর্তা (সুপারিশ প্রাপ্ত ৩৮তম বিসিএস)

No comments