Header Ads

অ বর্ণ নিয়ে অসাধারণ একটাি কবিতা

 " অ "

      ----   টি এম জাকির হোসেন 


স্বর বর্ণের এই ' অ' টি

বড়ই অলক্ষুণে!

মঙ্গল কাজে নাহি থাকে

অমঙ্গলেতে আছে।


সফলতায় খুঁজতে গেলে 

পাবে না তার দেখা,

অসফলতার  বেলায় এসে 

পড়ে আছে মালা।


অপেক্ষাতে ' অ ' আছে 

বিরক্তিকর কাজে!

মারাত্মক ক্ষতি আসে

অসাবধানে থেকে।


অযথা সময় নষ্ট করে 

বসে বসে থেকে,

অকৃতকার্য এসে দেখ 

নিবে তোমার পিছে।


সৎ পথে চলতে অচল

সচল অসৎ পথে পথে,

আদরে তার কষ্ট যত

অনাদরে হাসে।


নেই কো ' অ ' মানুষ দলে

অমানুষের ভিড়ে,

অলস হয়ে পড়ে আছে 

বর্ণমালার সারে।


মডার্ন যুগের ' অ ' টি 

অপরাধে থাকে,

যত সব ভালো কাজে

অভাব তার আছে।


ন্যায় পথে খুঁজতে গেলে

হবে না তার দেখা,

অন্যায় পথে পাবে তাকে 

এটিই তার পেশা।


হেলায় এসে ' অ ' টি 

অবহেলায় পড়ে,

সম্ভব যত কাজের বেলায় 

অসম্ভব দেখা পাবে। 


কালে কালে স্বপ্ন কত

অকালেতে ঝরে,

হতো সবই স্বপ্ন পূরণ 

অপূরণে ' অ ' না এলে। 


চালাক ভালো সবাই বলি

বোকার কথা নয়,

অতি চালাকের গলায় দড়ি

জ্ঞানী লোকে কয়।


লক্ষী নিয়ে গর্ব যত

সংসার সুখের হবে,

অলক্ষীর ছোঁয়া পেলে

সবই মিছে হবে।


শান্তি মত যায় না ঘুমান

অশান্তি এলে মনে,

শত চেষ্টায় যায় না বুঝান

অবুঝ হয়ে গেলে।


বেশির বেলায় নেই কো ' অ '

অল্পের বেলায় আছে,

ডাকার বেলায় বধির সে যে

অডাকাতেই জাগে।


স্বর বর্ণের এই ' অ ' টি 

অগুণেই শুধু নহে,

গুণেও তার আছে খ্যাতি 

অসাধারণ কাজে।


সামান্যতে থাকতে চায়না 

অসামান্যতে আছে,

অপরাজিত হয়ে ' অ ' 

থাকবে জনম ধরে।

No comments