৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা ১৬ জুলাই/45th BCS oral exam on July 16
৪৫তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ১০৮ জন প্রার্থী অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর মৌলিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ঠিকানায় মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে।
Post a Comment