মুখ-গলার ৫ সংকেতেই ধরা পড়তে পারে কিডনি রোগ!/Kidney disease can be detected by 5 signs in the mouth and throat!
কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল বের হয় না। এর ফলে শরীরে নানান জটিলতা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যাগুলো শনাক্ত করা কঠিন হলেও মুখ ও গলায় কিছু লক্ষণ প্রকাশ পায়, যা ইঙ্গিত দিতে পারে কিডনি রোগের। বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মুখ ফোলা বা ফুলে ওঠা
কিডনির সমস্যা হলে শরীরে পানি জমে যায়। এর প্রভাব প্রথমে মুখে বোঝা যায়। চোখ ও গালের চারপাশ ফুলে ওঠে, ত্বক টানটান হয়ে যায়। যদি মুখ অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং নিজে থেকেই না কমে, তবে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।
ত্বকের রঙ পরিবর্তন
কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যায়। এর ফলে মুখ ও গলার ত্বকের রঙ ফ্যাকাশে, ধূসর বা হলদেটে হয়ে যেতে পারে। একই সঙ্গে ত্বক রুক্ষ ও খসখসে হতে পারে। দীর্ঘদিন কিডনির রোগে ভুগলে তীব্র চুলকানিও দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় প্রুরিটাস।
চোখের নিচে কালো দাগ
চোখের নিচে কালো দাগ বা বৃত্ত শুধু ক্লান্তির কারণে হয় না। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমে চোখের চারপাশে ফোলাভাব ও কালো দাগ তৈরি হয়। তবে হঠাৎ যদি এ ধরনের পরিবর্তন দেখা দেয়, বিশেষ করে সঙ্গে মুখ ফোলা ও ক্লান্তি থাকে, তবে কিডনি পরীক্ষা করানো জরুরি।
গলার শিরা ফুলে ওঠা
শরীরে অতিরিক্ত তরল জমে গেলে গলার শিরা ফুলে ওঠে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় জাগুলার ভেইন ডিসটেনশন। শোওয়া অবস্থায় বা শারীরিক চাপ নিলে গলার পাশে ফোলা বা উঁচু হয়ে থাকা শিরা দেখা গেলে সেটি গুরুতর কিডনি জটিলতার ইঙ্গিত হতে পারে।
চুলকানি ও লালচে দাগ
কিডনি রোগে আক্রান্তদের অনেক সময় মুখ ও গলায় তীব্র চুলকানি, লালচে দাগ বা র্যাশ দেখা দেয়। বারবার খোঁচানোর কারণে ত্বকে ঘা বা ক্ষত তৈরি হতে পারে, যা পরে সংক্রমণ ঘটাতে পারে।
মিমিয়া
Post a Comment