Header Ads

ল্যাপটপের ব্যাটারি দ্রুত খারাপ হয় যে ৬ ভুলে/6 mistakes that cause laptop batteries to deteriorate quickly

 

ল্যাপটপের ব্যাটারি দ্রুত খারাপ হয় যে ৬ ভুলে/6 mistakes that cause laptop batteries to deteriorate quickly

আজকাল আমাদের অনেক কাজই ল্যাপটপ ছাড়া সম্ভব না—চাকরি হোক, পড়ালেখা বা বিনোদন। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু ভুল করি, যেগুলোর কারণে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যায়। তখন চার্জ কম ধরে, হুট করে বন্ধ হয়ে যায় বা পুরো ল্যাপটপটাই ধীরে ধীরে স্লো হয়ে পড়ে।


ভালো খবর হলো, এই সমস্যাগুলোর বেশিরভাগই এড়ানো যায়—শুধু কিছু ছোট অভ্যাস ঠিক করলেই হয়। চলুন, জেনে নিই এমন ৬টা সাধারণ ভুল যেগুলো আপনার ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করে দিচ্ছে প্রতিদিন।


সব সময় চার্জে রেখে ব্যবহার করা

অনেকেই ল্যাপটপ চার্জে দিয়ে সেটি দিয়েই কাজ করতে থাকেন, এমনকি ব্যাটারি ফুল চার্জ থাকলেও। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় এবং ধীরে ধীরে তার পারফরম্যান্স কমতে থাকে।


করণীয়

- ব্যাটারির চার্জ ২০% এর নিচে নামলে চার্জ দিন


- চার্জ ৮০%-এর বেশি হলে খুলে ফেলুন

এতে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে


আসল চার্জার ব্যবহার না করা

নকল বা অন্য ব্র্যান্ডের চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। এতে ভোল্টেজ ঠিকমতো না পাওয়ায় সার্কিটে সমস্যা হতে পারে।


করণীয়


- সবসময় ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করুন


- প্রয়োজনে একই ব্র্যান্ডের অথেনটিক চার্জার কিনুন


গরম জায়গায় ল্যাপটপ চালানো

বিছানা বা কোলের ওপর রেখে ল্যাপটপ চালালে নিচের ভেন্ট বন্ধ হয়ে যায়, তাপ বের হতে পারে না। এতে ব্যাটারি ও যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।


করণীয়

- শক্ত, সমতল জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন


- কুলিং প্যাড ব্যবহার করতে পারেন


পাওয়ার সেভার মোড ব্যবহার না করা

পাওয়ার সেভার মোড অন না থাকলে ল্যাপটপ অপ্রয়োজনে বেশি শক্তি খরচ করে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়।


করণীয়


- Power Saver বা Battery Saver মোড অন করে রাখুন, এতে প্রসেসর ও ডিসপ্লে কম শক্তি খরচ করবে।


ব্যাটারির চার্জ একেবারে শেষ না হওয়া পর্যন্ত চালানো

চার্জ ০%-এ নিয়ে গেলে ব্যাটারির চার্জ সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ফলে ব্যাটারি দুর্বল হয়ে পড়ে।


করণীয়


- চার্জ ২০% এর কাছাকাছি আসলেই চার্জ দিন


- যতটা সম্ভব ব্যাটারিকে ‘০’ থেকে দূরে রাখুন


সফটওয়্যার বা ড্রাইভার আপডেট না রাখা

অনেকেই অপারেটিং সিস্টেম বা ড্রাইভার আপডেট করেন না। এতে ব্যাটারির ব্যবস্থাপনায় থাকা উন্নত ফিচারগুলো কাজ করে না।


করণীয়


- নিয়মিত Windows/macOS ও ড্রাইভার আপডেট দিন


- আপডেটে ব্যাটারি ব্যবস্থাপনা অনেক উন্নত হয়

স্মার্ট ব্যবহারেই ব্যাটারি থাকবে সুস্থ। ল্যাপটপের ব্যাটারি খারাপ হওয়ার পেছনে মূলত আমরা নিজেরাই দায়ী—ভুল অভ্যাসের কারণে। তাই সচেতনভাবে ব্যবহার করলেই ব্যাটারি অনেকদিন ভালো থাকবে।


আপনি সচেতন থাকলেই আপনার ল্যাপটপও থাকবে ফুরফুরে!


সূত্র : প্রযুক্তি


ল্যাপটপ,চার্জ,ব্যাটারি

No comments