Header Ads

ভূমিকম্পের জন্য স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন উপদেষ্টা/What the advisor said about school closures due to the earthquake

ভূমিকম্পের জন্য স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন উপদেষ্টা/What the advisor said about school closures due to the earthquake

 

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, এমন পরিস্থিতিতে আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

রবিবার (২৩ নভেম্বর) টাঙ্গাইলের সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে; তাই সকল বিদ্যালয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

উপদেষ্টা জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলাসংক্রান্ত জটিলতার কারণে এই পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তিনি বলেন, "মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।"

শিক্ষকসংকট দূর করতে ইতোমধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দৈনিক জনকণ্ঠ 


No comments