শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল/What was learned about the recommendation for an individual salary structure for teachers
নবম পে-স্কেলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবির বিষয়ে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আসলেও কমিশন শেষ পর্যন্ত এ বিষয়ে সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
পে-কমিশন সূত্রে জানা গেছে, কমিশন বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতেই সুপারিশ দেবে। কারণ, স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে এবং এটি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এ কারণে পে-কমিশনের পক্ষে এ বিষয়ে সুপারিশ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এদিকে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হবে।
তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, তা আমাদের জন্য দুঃখজনক।
উল্লেখ্য, গত জুলাই মাসে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের কার্যকাল শেষ হচ্ছে।
এই পরিস্থিতিতে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই নির্ভর করবে।

Post a Comment