Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে? যা জানা গেল/When will the primary teacher recruitment results be announced? What we know

 

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে? যা জানা গেল/When will the primary teacher recruitment results be announced? What we know



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল রবিবার প্রকাশ হওয়ার গুঞ্জন ছিল। তবে আজও প্রকাশ হয়নি ফল। তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ফল প্রকাশ হতে পারে বলে জানা গেঝে।

সূত্র জানায়, প্রাথমিকের ফল প্রকাশের কাজ চলমান।
সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। সে হিসেবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। এ পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।
এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী।

অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে রবিবার (১৮ জানুয়ারি) ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।/কালের কণ্ঠ/

No comments