Header Ads

স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা/New date announced for postponed primary teacher recruitment exam

স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা/New date announced for postponed primary teacher recruitment exam

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, এক সপ্তাহ পিছিয়ে আগামী ৯ জানুয়ারি একই সময় ও পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাসংশ্লিষ্ট অন্যান্য শর্তেও কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, এর আগে ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হওয়ায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় সরকার।/দৈনিক জনকণ্ঠ


No comments